পাকিস্তানের মার্দানে আত্মঘাতী এক বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত এবং আরও্ কুড়ি জনের বেশি আহত হয়েছে।
ইসলামাবাদের উত্তর পশ্চিমাঞ্চলে , সরকারী দপ্তর , জাতীয় উপাত্ত ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষের দোর গোড়ায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এই দপ্তরটি জাতীয় পরিচিতি পত্র প্রদানের দায়িত্ব পালন করে থাকে।
মারদান বিভাগের উপ মহাপরিদর্শক সাঈদ ওয়াজির স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন যে হামলাকারীরা মোটর সাইকেলে এসছিল এবং বিস্ফোরণ ভর্তি পোশাকটি নিয়ে সে ঐ দপ্তরের ফটকে আঘাত হানে। তিনি আরও বলেন যে কর্তৃপক্ষ ঐ বোমাবাজের দেহাবশেষ চিহ্নিত করতে পেরেছে এবং তদন্ত চলছে।
প্রথমেই যারা এই আক্রমণের বিরুদ্ধে সাড়া দিয়েছিল তারা ঐ জায়গাটি ঘিরে ফেলে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিস্ফোরণের জায়গায় মানুষের দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিল। আহতদের কারও কারও অবস্থা সংকটজনক এবং আশঙ্কা করা হচ্ছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তেহরিকে তালিবান পাকিস্তান নামের ইসলাম পন্থি গোষ্ঠির একটি অংশ জামাতুল আহরার এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। মনে করা হচ্ছে যে এই গোষ্ঠিটি আই এস এর সঙ্গে জড়িত তবে পাকিস্তান সরকার তাদের দেশে আই এস এর উপস্থিতির কথা বার বার অস্বীকার করে এসছে।