অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্তাম্বুলে আত্মঘাতী বোমায় ৫ জন নিহত , আহত অন্তত ৩৬


আজ শনিবার ইস্তামবুলে এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে যার মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী মেহেমত মুয়েজিনুগলু এই খবরটি দিয়েছেন। তিনি আরও বলেন যে আহতদের মধ্য ১২ জন হচ্ছে বিদেশি নাগরিক।

ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে , বড় বড় দোকান সম্বলিত ইস্তিকলাল সড়ক এই বিস্ফোরণে কম্পিত হয়। সপ্তাহান্তের সেই সময় সেখানে পথচারির ভিড় ছিল।

পুলিশ দ্রুতই এলাকাটিকে ঘিরে ফেলে এবং অ্যাম্বুলেন্স ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে যায়।

ইস্তাম্বুলে সরকারী সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভাদ জরিফ এই আক্রমণের নিন্দে করেছেন এবং তুরস্ক সরকার এবং সে দেশের প্রতি তাঁর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জ্যাঁ মার্ক আর্নো এই আক্রমণের কড়া সমালোচনা করে বলেন এটি হচ্ছে ঘৃণ্য ভীরুর কাজ। তিনি আরও বলেন যে ফ্রান্স তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

১৩ই মার্চের সর্বসাম্প্রতিক আক্রমণে দু জন বোমা বাজ সহ ৩৭ জন নিহত হয়। কৃর্দি বিদ্রোহীরা ঐ হামলার দায় শিকার করে।

XS
SM
MD
LG