অ্যাকসেসিবিলিটি লিংক

উন্নয়নের জন্য গণতন্ত্রের কোন বিকল্প নেই: সুলতানা কামাল বলেছেন


তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন উন্নয়নের জন্য গণতন্ত্রের কোন বিকল্প নেই। গণতন্ত্র সীমিত হয়ে গেলে উন্নয়নও সীমিত হয়ে যাবে বলে উল্লেখ করে সুলতানা কামাল বলেন গণতন্ত্রের মাধ্যমেই উন্নয়ন করতে হবে। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কিনা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সুলতানা কামাল বলেন, জনগণের অধিকারগুলো কিছু সময়ের জন্য স্থগিত করার সম্মতি তখনই দেয়া যেতে পারে যখন কোন রাজনৈতিকদলের প্রতি তাদের এমন আস্থা ও বিশ্বাস তৈরি হবে যে এটা সবার জন্য সুফল বয়ে আনবে। এদিকে, ৩৫টি অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়ার সরকারি ঘোষণার কড়া সমালোচনা করে বিএনপির মহাসচিব ফখরুল আলমগির বলেছেন এটি বর্তমান সরকারের গণতন্ত্রকে ধ্বংস করবার একটি ধারাবাহিক প্রক্রিয়া। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেন সরকার সুপরিকল্পিতভাবে গনমাধ্যমের স্বাধীনতাকে হরণ করছে।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG