অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বন্ধের আশ্বাস দিলেন ট্রাম্প


উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক শীর্ষ বৈঠকের সময়ে কোরীয় উপদ্বীপকে সম্পুর্ণ ভাবে পরমাণু অস্ত্র মুক্ত করতে সম্মত হয়েছেন এবং ট্রাম্পও প্রায় অপ্রত্যাশিত ভাবে বলেন যে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত করছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক শীর্ষ বৈঠকের সময়ে কোরীয় উপদ্বীপকে সম্পুর্ণ ভাবে পরমাণু অস্ত্র মুক্ত করতে সম্মত হয়েছেন এবং ট্রাম্পও প্রায় অপ্রত্যাশিত ভাবে বলেন যে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত করছেন।

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার নেতার মধ্যকার সর্বকালের মধ্যে প্রথম এই বৈঠকের পর স্বাক্ষরিত দলিলে পারমানবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়।

এই চুক্তিতে কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার জন্য এবং যুদ্ধবন্দীদের অবশিষ্টদের এবং যুদ্ধের সময়ে হারিয়ে যাওয়া সামরিক সদস্যদের উদ্ধার করার জন্য উভয় দেশ যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পারমানবিক নিরস্ত্রীকরণসম্পর্কে সম্পর্কে ঐ দলিলে যদিও সুনির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি , ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন , আমরা খুব শিগগির , খুবই শিগগিরই এই প্রক্রিয়া শুরু করছি।

ভয়েস অফ আমেরিকার Greta Van Susteren কে ট্রাম্প বলেন আমরা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করছি এবং বলেন দক্ষিণ কোরিয়ায় অবস্থিত আমেরিকান সৈন্যরা সেখানেই থাকবে তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কাঙ্খিত একটি ছাড় দেওয়া হয়েছে, যা কীনা দিনের আগের দিকে স্বাক্ষরিত চুক্তিতে অন্তর্ভূক্ত করা হয়। কিমের সঙ্গে তাঁর আলোচনা সম্পর্কে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন । তিনি এই বৈঠককে সৎ, প্রত্যক্ষ এবং ফলপ্রসু বলে বর্ণনা করেন । তিনি বলেন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমরা পরস্পরকে জেনেছি।

XS
SM
MD
LG