অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সফর নিষেধাজ্ঞা আংশিক ভাবে কার্যকর করার অনুমোদন দিয়েছে


The sun flares in the camera lens as it rises behind the U.S. Supreme Court building in Washington, June 25, 2017.
The sun flares in the camera lens as it rises behind the U.S. Supreme Court building in Washington, June 25, 2017.

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছে সফর নিষেধাজ্ঞার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ তারা বিবেচনা করবেন। ইতিমধ্যে সফর নিষেধাজ্ঞার অনেক কিছুই কার্যকর হতে পারে।

ট্রাম্পের সংশোধিত নির্বাহী আদেশ যা সফর নিষেধাজ্ঞা নামে পরিচিত, তার অধীনে প্রধানত ৬টি মুসলিম দেশ থেকে কোন ব্যক্তির সফর ৯০ দিনের জন্য স্থগিত করা হবে এবং দেশের শরণার্থী কার্যক্রম ১২০ দিনের মত স্থগিত করা হবে। নির্বাহী আদেশে বলা হয় নিরাপত্তা ব্যবস্থায় সংশোধনের লক্ষ্যে এই সব পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে দেশকে বহির্বিশ্বের হুমকী থেকে সুরক্ষা করা যায়।

দুটি পৃথক আদালত একটি হাওয়াই রাজ্যে এবং অন্যটি মেরিল্যান্ড রাজ্যে, সফর নিষেধাজ্ঞা স্থগিত করে। দুটি পৃথক আপীল আদালত ওই দুটি রায় বলবৎ রাখে।

কিন্তু দেশের সর্বোচ্চ আদালত, লিবিয়া, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন থেকে আগত সফরকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং শরণার্থীদের কার্যক্রম স্থগিত করা অনুমোদন করছে।

তবে বিচারপতিরা বলেছেন যেসকল বিদেশীর, যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তির সঙ্গে বিশ্বাসযোগ্য ও বৈধ সম্পর্ক আছে, তাদের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

ট্রাম্প এর আগে বলেছেন, আদালত রায় দেয়ার ৭২ ঘন্টা পরেই সফর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সোমবার এক বিবৃতিতে ট্রাম্প সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে একটা সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করেন।

XS
SM
MD
LG