অ্যাকসেসিবিলিটি লিংক

দেশটির সংকট কবলিত অর্থনীতির জন্যে সবচেয়ে বেশি করে মদত চাইছেন অন সান সূ চী


মিয়াম্মার নেত্রী অন সান সূ চী বুধবার ওয়াশিংটন সফরে আসছেন। তাঁর দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞায় রদবদল দেশটির বহূ কাংখিত অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চভিমুখি সঞ্চালনে সক্ষম হবে কিনা – তা নিয়ে আলোচনা কথাবার্তাই মূলত: তাঁর এ সফরের লক্ষ।

বস্তুত: মিয়াম্মারের সর্বময় ক্ষমতার অধিকারী- রাষ্ট্রীয় পরামর্শক,পররাষ্ট্রমন্ত্রী পদাধিকারী অন সান সূ চীর ন্যাশনাল ডেমোক্রেসী লীগ NLD সরকার, ক্ষমতারোহন করে মার্চ মাসের শেষভাগে।

কয়েক দশকের সামরিক শাসনের পর এই যে মিয়াম্মারের গণতান্ত্রিক উত্তরণ, এটাকে প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়ী প্রশাসনের পররাষ্ট্র নীতির বড়ো মাপের একটা সাফল্য বলে মনে করা হয়ে থাকে।বর্মা নামেও পরিচিত দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি কি মদত জোগান দেওয়া ফলোদায়ক হতে পারে সেসবও এখন ভেবে দেখা হচ্ছে।মিয়াম্মার সরকারের জনৈক মূখপাত্র বলেছেন- দেশটির সংকট কবলিত অর্থনীতির জন্যে সবচেয়ে বেশি করে মদত চাইছেন অন সান সূ চী।

XS
SM
MD
LG