অ্যাকসেসিবিলিটি লিংক

সুইটজারল্যান্ডে, ভোটাররা, গণভোটে, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে


 Steam emerges from a cooling tower of the nuclear power plant Leibstadt near Leibstadt, Switzerland, Nov. 18, 2014.
Steam emerges from a cooling tower of the nuclear power plant Leibstadt near Leibstadt, Switzerland, Nov. 18, 2014.

রবিবার সুইটজারল্যান্ডে, ভোটাররা, গণভোটে, দেশের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া তরান্বিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

গণভোটে হ্যা সূচক ভোট জয়লাভ করলে, দেশটির সরকার আগামী ১ বছরের মধ্যে দেশের ৫টি পারমানবিক চুল্লির ৩টি এবং বাদবাকি দুটো ২০২৯ সালের মধ্যে বন্ধ করে দিতে বাধ্য হতো।

২০১১ সালে জাপানের ফুকুসিমার ঘটনার পর, অন্যান্য দেশের মত সুইটজারল্যান্ডও প্রতিশ্রুতি দেয় যে পুরনো পারমানবিক চুল্লিগুলো তারা বন্ধ করে দেবে। বর্তমানে সে দেশে ওই চুল্লিগুলো ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে।

জনগনের উদ্বেগের কারণে ১৯৮৪ সালের পর থেকে সুইটজারল্যান্ডে কোন নতুন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়নি।

XS
SM
MD
LG