অ্যাকসেসিবিলিটি লিংক

নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে প্রফেসার সৈয়দ তানভীর নাসরীনের সাক্ষাত্কার


নরেন্দ্র মোদি গতকাল আহমেদাবাদে বিজয়-ভাষনে বলেন- তাঁর নেতৃত্বাধীন সরকারের
একমাত্র এজেন্ডাই হবে সূশাসনের মধ্যে দিয়ে বিকাশ বা উন্নয়ন- বা development. তা গুজরাতের অবস্থার প্রেক্ষিতে বিকাশের এ সূফল সংখ্যালঘুদেরকেও আশির্বাদ-ধন্য করবে বলে মনে করাটা কতোখানি যুক্তিগ্রাহ্য প্রতিয়মান হচ্ছে? এ জিজ্ঞাসা এবং সেই সঙ্গে দু’ হাজার দুয়ের গুজরাত দাঙ্গা প্রসঙ্গ আর লোকভায় উনিশ শ’ চুরাশির তুলনায় মুসলিম সাংসদদের সংখ্যাহ্রাস ইত্যাদি বিষয় আলোচনা-পর্যালোচনা করেছেন পশ্চিম বঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- অধ্যাপক সৈয়দ তানভীর নাসরীন ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে। তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সরকার কবীরূদ্দীন।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:27 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG