যুক্তরাষ্ট্রের বিমান ও সামরিক উপদেষ্টাদের সমর্থনে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার বাহিনী সোমবার রাকার উত্তরে ইসলামিক স্টেটের বেশ কয়েকটি শক্ত ঘাঁটি দখলে নিয়েছে।
কিন্তু সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তেমন বাস্তব সম্মত কোন অগ্রগতি হয়নি।
এর আগে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার বাহিনী রাকার নিয়ন্ত্রন আবারো ফিরে পেতে রবিবার অভিযান শুরু করে। সিরিয়ার উত্তরের এই শহরটি ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট চরমপন্থীদের দ্বারা পরিচালিত এবং স্বঘোষিত চরমপন্থী শাসনের কেন্দ্র।
সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর একজন কমান্ডার, রবিবার অভিযান শুরুর ঘোষণা দেন।
আইএস বিরোধী অভিযানের ইউএস কনভয়ের দায়িত্বরত কর্মকর্তা এসডিএফ’কে নিশ্চিত করেছে যে, কুর্দি নেতৃত্বাধীন দল যাদের মধ্যে আরব যোদ্ধারাও রয়েছে, তারা অভিযানে আমেরিকার বিমান বাহিনীর সমর্থন পাবে।