সিরিয়া বলেছে বিরোধে লিপ্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দামেস্ক সরকার, তাদের মিত্র দেশ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিরতি চুক্তি করেছে তা মেনে নিয়েছে।
সিরিয়ান সংবাদ সংস্থা বলেছে আলেপ্পোতে বৈরিতার অবসান হবে মানবিক কারণে। এর কয়েক ঘন্টা পরে লেবানন ভিত্তিক চরমপন্থী গ্রুপ হেজবোল্লাহ, যারা আসাদ অনুগামীদের পাশাপাশি লড়ছে , বলেছে তারাও অস্ত্র বিরতি মেনে নিচ্ছে। তবে তারা বলেছে তাদের বিরুদ্ধে আক্রমণ চালানো হলে তারা আত্মরক্ষা করবে।
তুরস্ক যারা গত মাসে বহু পাক্ষিক এই সংঘাতে তাদের সামরিক বাহিনী পাঠায় তারাও অস্ত্র বিরতির পক্ষে সমর্থন প্রকাশ করে। সোমবার সূর্যাস্তের সময় অস্ত্র বিরতি শুরু হবে।
শনিবার রাতে তুরস্কের বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের ২০জন চরমপন্থী নিহত হয়।