অ্যাকসেসিবিলিটি লিংক

ভাইস প্রেসিডেন্টের স্বপক্ষ ত্যাগের খবরের সত্যতা সিরীয় সরকার অস্বীকার করেছে


সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল শারা (ফাইল ফটো)
সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল শারা (ফাইল ফটো)
সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল শারা স্বপক্ষ ত্যাগ করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, সিরীয় সরকার তার সত্যতা অস্বীকার করেছে। শনিবার সিরিয়ার সরকারি টেলিভিশন মিষ্টার শারার অফিস থেকে প্রচারিত এক বির্বৃতির উদ্ধৃতি দিয়ে বলে, তেহাত্তর বছর বয়সী সুন্নি মুসলমান ভাইস প্রেসিডেন্ট এক মুহুর্তের জন্যও দেশ ত্যাগের কথা চিন্তা করেননি।

টেলিভিশনের সংবাদে বলা হয়, মিষ্টার শারা অভিজ্ঞ আলজেরীয় কুটনীতিবিদ লাখদার ব্রাহিমিকে সিরিয়া সংক্রান্ত আন্তর্জাতিক দূত নিয়োগ করাকে স্বাগত জানিয়েছেন। মিষ্টার ব্রাহিমী প্রাক্তন জাতিসঙ্ঘ মহাসচিব কফি আনানের স্থলাভিষিক্ত হবেন। মিষ্টার আনান সিরিয়ার বিশেষ দূতের পদ থেকে এমাসের শেষের দিকে বিদায় নিচ্ছেন।

ওদিকে সিরিয়ার অধিকার কর্মীরা জানান, সিরিয়ার সেনা বাহিনী সীমান্ত শহর আযায সহ বিদ্রোহীদের অধীনে থাকা বিভিন্ন এলাকায় বিমান আক্রমন চালিয়েছে।

কিছুদিন আগে আযাযে এক আক্রমনে চল্লিশ জনেরও বেশী লোক নিহত হয়।
XS
SM
MD
LG