অ্যাকসেসিবিলিটি লিংক

আলেপ্পোতে ক্ষেপনাস্ত্রের আঘাত


সিরিয়ার বিরোধী সক্রিয়কর্মীরা বলেছে সোমবার রাতে এক ক্ষেপনাস্ত্রের আঘাতে বানিজ্যিক শহর আলেপ্পোর উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে যায়। তারা বলেছে শহরের জাবাল বাদ্রো জেলায় অন্তত ১৯ জন নিহত হয়। তাদের মধ্যে ছিল মহিলা ও শিশু।

আলেপ্পোতে এক বিরোধী সক্রিয়কর্মী রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন যে আরও ২৫ জন এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে।

অনলাইনে প্রকাশিত ভিঢিওতে দেখানো হয়েছে যে ওই পাড়ার বাসিন্দারা ঘটনাস্থলে ধ্বংসস্তুপ পরিষ্কার করছে এবং অন্তত একটি মৃতদেহ ধ্বংসস্তুপ থেকে বার করছে।
XS
SM
MD
LG