জেষ্ঠ পদস্থ এক যুদ্ধ পর্যবেক্ষক বলছেন, সিরিয়ায় বিদ্রোহী দখলিত দামেস্ক উপকণ্ঠবর্তী পূর্বাঞ্চলীয় গৌটায় মঙ্গলবার সরকারী বাহিনীর হামলা অভিযানে নিহত হয়েছে কমসে কম ৪৫ ব্যক্তি। অবরুদ্ধ এ এলাকাটিতে ২০১৫ পর সবচেয়ে প্রাণঘাতী সংঘাতপূর্ণ পরিস্থিতি এভাবেই বহাল রয়েছে।
বৃটেন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী Syrian Observatory for Human Rights বলছে, সোমবারের বিমান হামলায় প্রায় ১০০ জন প্রাণ হারায়। দামেস্কের বিদ্রোহীদের গোলার আঘাতে মঙ্গলবার এক ব্যক্তি নিহত হয়েছে বলে বলা হচ্ছে।
সিরিয়ার রাজধানীর কাছাকাছি বিদ্রোহীদের এটাই শেষ প্রধান মজবুত ঘাঁটি এবং এখানকার এই হঠাৎ বর্ধমান সহিংসতা স্বভাবতই সে কারণে আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ আকর্ষন করছে। আন্তর্জাতিক রেড ক্রস মঙ্গলবার শংকা ব্যক্ত করে বলেছে, এভাবে এটা চলতে দেওয়া যায় না।
জাতিসংঘের আঞ্চলিক মানবিক বিষয়াবলির সমন্বয়ক পানোস মৌমতোযিস বলেছেন, পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নিতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনী এবং মানবিক সহায়তা বিভাগের প্রধান ক্রীসটস স্টাইলিয়ানিডিস বলেছেন, আরো মৃত্যু যাতে না ঘটতে পারে তার নিশ্চয়তা বিধানে পূর্বাঞ্চলবর্তী গৌটায় সহায়তা সামগ্রী পৌঁছিয়ে দিতে হবে।