অ্যাকসেসিবিলিটি লিংক

হম্স শহরে জোড়া আত্মঘাতী আক্রমণে অন্তত ৪২জন নিহত হয়


Homs province, Syria
Homs province, Syria

শনিবার সিরিয়ার পশ্চিমাঞ্চলের সরকার নিয়ন্ত্রিত হম্স শহরে জোড়া আত্মঘাতী আক্রমণে অন্তত ৪২জন নিহত হয়। নিহতদের মধ্যে অন্তর্ভুক্ত একজন শীর্ষ গোয়েন্দা অফিসার।

Syrian Observatory for Human Rights সংগঠন থেকে বলা হয় কয়েকজন আক্রমণকারী রাজ্য নিরাপত্তা ও সামরিক গোয়েন্দা বিভাগের সদর কার্যালয়ের কাছে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদেরকে উড়িয়ে দেয়।

আক্রমণের দায় স্বীকার করেছে আল কায়দা সংশ্লিষ্ট একটি সংগঠন। তারা বলেছে তাদের চরমপন্থীদের ৫ সদস্য হম্সের মধ্যাঞ্চলে কড়া নিরাপত্তা আরোপিত এলাকায় চড়াও হয়।

সিরিয়ার সরকারের এক আলোচক বাশার আল জাফারি সাংবাদিকদের বলেন তিনি মনে করেন আক্রমণের লক্ষ্য ছিল জিনিভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় বিঘ্ন সৃষ্টি করা।

শনিবার জাফারি, সিরিয়ায় জাতিসংঘের দূত স্টাফান ডা মিস্টুরার সঙ্গে সাক্ষাৎ করেন।

XS
SM
MD
LG