সিরিয়ার আলেপ্পোতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডাসের সাহায্যে পরিচালিত একটি হাসপাতালের উপর বিমান আক্রমণে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা আলেপ্পোর শেষ একজন শিশু চিকিৎসকসহ দু'জন ডাক্তার রয়েছেন। খবরে বলা হয়েছে, রাতের বেলাকার এই হামলায় তিনজন শিশুও প্রাণ হারায়।
এই আক্রমণ এমন এক সময়ে ঘটলো, যখন আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক বাহিনী এবং তাঁকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠিগুলোর মধ্যে তীব্র সংঘাতে গত সপ্তায় প্রায় দু'শ জন নিহত হয়। বিদ্রাহীরা, সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রকেট ও সাঁজোয়া অস্ত্রের সাহায্যে হামলা করেছে। অন্যদিকে, সিরীয় জঙ্গি জেট বিমানগুলো হামলা চালিয়েছে।
এই সংঘাতের কারণে দেশটির কথিত অস্ত্র বিরতি প্রায় ভেঙ্গে পড়ছে এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূত বলেছেন যে, বৈরিতার বিরতি কোন মতে টিকে আছে।