যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দী ও সিরিয়ান যোদ্ধাদের জোট, সিরিয়ায় ইসলামিক স্টেট এর শক্তঘাটি রাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অভিযান চালিয়েছে।
রাকার ৫০ কিলোমিটার উত্তরে আইন ইসায়, Syrian Democratic Forces, বা SDF এর এক কম্যান্ডার, অভিযান শুরু করার কথা ঘোষণা করেন।
SDFএ, প্রধান সিরিয়ান কুর্দী বাহিনী, যেটি People's Protection Units, বা YPG নামে পরিচিত, তাদের প্রাধান্য রয়েছে।
তুরস্ক YPGকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে YPG হচ্ছে একমাত্র মিলিশিয়া সংগঠন যারা ওই কাজ করতে সক্ষম।