সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর হোমসের গভর্নর বলছেন, বিদ্রোহীদের দখলকৃত এলাকা থেকে ৬শ’র বেশি মানুষ রোববার শহর ছেড়ে চলে গেছে।
জাতিসংঘ এবং সিরিয়ার রেড ক্রিসেন্ট কর্মীরা, অস্ত্রবিরতির তৃতীয় দিন একটি বড় দলকে উদ্ধার করেছে। তা সত্ত্বেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বহুসংখ্যক নারী ও শিশু যখন শহর ত্যাগ করতে চেষ্টা করছিল তখন তারা মর্টার শেলের আঘাতে মারা যায় বা আহত হয়।
হোমসের গভর্নর তালাল বারাজি এবং রেড ক্রিসেন্টের কর্মকর্তারা বলছেন, জাতিসংঘ যে তিনদিনের অস্ত্রবিরতির বিষয়ে একমত হয়েছিল এখন উদ্ধার কাজ চালানোর জন্যে তাঁরা সেই সময়সীমা বাড়ানোর চেষ্টা করছেন। জাতিসংঘ বলছেন, ২০১২ সালের মাঝামাঝি থেকে হোমসে যে সামরিক হামলা শুরু হয়েছে তার ফলে, আড়াই হাজার মানুষ আটকা পড়েছে।
মিঃ বারাজি বলেছেন, মানবিক সাহায্য হোমসে গিয়ে পৌঁছেছে যদিও, খবর পাওয়া গিয়েছিল, রাস্তায় মাইন পাতা আছে। স্নাইপারদের গোলাগুলির কারণেও মানবিক সাহায্য অভিযান ব্যহত হয়েছে।
জাতিসংঘ এবং সিরিয়ার রেড ক্রিসেন্ট কর্মীরা, অস্ত্রবিরতির তৃতীয় দিন একটি বড় দলকে উদ্ধার করেছে। তা সত্ত্বেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বহুসংখ্যক নারী ও শিশু যখন শহর ত্যাগ করতে চেষ্টা করছিল তখন তারা মর্টার শেলের আঘাতে মারা যায় বা আহত হয়।
হোমসের গভর্নর তালাল বারাজি এবং রেড ক্রিসেন্টের কর্মকর্তারা বলছেন, জাতিসংঘ যে তিনদিনের অস্ত্রবিরতির বিষয়ে একমত হয়েছিল এখন উদ্ধার কাজ চালানোর জন্যে তাঁরা সেই সময়সীমা বাড়ানোর চেষ্টা করছেন। জাতিসংঘ বলছেন, ২০১২ সালের মাঝামাঝি থেকে হোমসে যে সামরিক হামলা শুরু হয়েছে তার ফলে, আড়াই হাজার মানুষ আটকা পড়েছে।
মিঃ বারাজি বলেছেন, মানবিক সাহায্য হোমসে গিয়ে পৌঁছেছে যদিও, খবর পাওয়া গিয়েছিল, রাস্তায় মাইন পাতা আছে। স্নাইপারদের গোলাগুলির কারণেও মানবিক সাহায্য অভিযান ব্যহত হয়েছে।