সিরিয়া ঘোষণা করেছে যে তাদের সৈন্যরা আগামি কাল শুক্রবার থেকে অস্ত্র বিরতি শুরু করবে।
আগেরবারের মতো এবার ও এই চুক্তির আওতায় পড়বে সিরিয়ার সামরিক বাহিনী এবং বিদ্রোহীরা কিন্তু এটি কথিত ইসলামিক স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক রাশিয়া এবং বিদ্রোহী গোষ্ঠিগুলোর সমর্থক তুরস্ক বলছে তারা নিশ্চয়তা দিচ্ছে যাতে এই সন্ধি কার্যকর হয়।
গত দু সপ্তা ধরে মস্কো এবং আঙ্কারা নিজেদের মধ্য নিবিড় আলোচনা করে যাচ্ছে। এ মাসের গোড়ার দিকে দু পক্ষই অস্ত্র বিরতি এবং আলেপ্পো থেকে শরনার্থিদের সরিয়ে নেওয়ার ব্যাপারে একটি চুক্তিতে সহমত হয়। গত সপ্তায় তুরস্ক , ইরান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া নিয়ে আলোচনায় মিলিত হন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুৎ চাভুসোগলু তাঁর রুশ সহপক্ষ সার্গেই লাভরফের সঙ্গে এ সপ্তায় দু বার ফোনে আলাপ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের পররাষ্ট্র মন্ত্রকের একজন কর্মকর্তা এ্ খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে তারা সিরিয়ার বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। একটি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে সিরিয়ার বিদ্রোহীদের একজন কর্মকর্তা বলেছেন এ ধরণের বৈঠক আগামি দিনগুলোতেও অব্যাহত থাকবে।