অ্যাকসেসিবিলিটি লিংক

খাদ্য সরবরাহের জন্য অত্যাবশ্যকীয় সীমান্ত ক্রসিং না খোলায় হতাশা ব্যক্ত  


সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার ইদলিব প্রদেশের বিদ্রোহীদের দখলিত এলাকা দিয়ে মানবিক সাহায্য-সহায়তা আনা বিষয়ে প্রস্তাব পাস করেছে ; তবে যেই অংশে বর্তমানে ১০ লক্ষের অধিক জনগণের জরুরি সহায়তা প্রয়োজন, সেই "আল য়ারুবিয়া" সীমানা ক্রসিং না খোলার সিদ্ধান্তে কুর্দি কর্মকর্তারা হতাশা ব্যক্ত করেছেন I

যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের বহু সদস্য দেশ, তুরস্ক সীমান্তে "বাব আল হাওয়া" এবং সিরিয়া-ইরাক সীমান্তে "আল য়ারুবিয়া" সীমান্ত ক্রসিং খোলার ব্যাপারে আগ্রহী ছিল, তবে রাশিয়া ও চীন তাতে ভেটো প্রয়োগ করে I

XS
SM
MD
LG