অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয় অস্ত্রবিরতির প্রথম পূর্নাঙ্গ দিনের বেশির ভাগটাই অস্ত্রবিরতি বলবৎ ছিলো বলেই শোনা গিয়েছে


আজ মঙ্গলবার ছিলো যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পাদীত সিরিয় অস্ত্রবিরতির প্রথম পূর্নাঙ্গ দিন এবং এ দিনের বেশির ভাগটাই অস্ত্রবিরতি বলবৎ ছিলো বলেই শোনা গিয়েছে। দেশটির পাঁচ বছরের গৃহযুদ্ধ অবসানের লক্ষে- এবং যুযুধান পক্ষগুলোকে আলোচনায় ফিরিয়ে নেয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্র-রাশিয়া এ দুয়ের তরফেই এটি হ’লো দ্বিতিয় উদ্যোগ প্রয়াস।

এ অস্ত্রবিরতি যদি এক সপ্তাহ টিকে যায় তো এ সংঘাতে লিপ্ত পরস্পর বিরোধী পক্ষ দুয়ের প্রতি সমর্থন যোগাচ্ছে ভিন্ন যে দু’ই দেশ – যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, তারা মিলে একটি যৌথ বাস্তবায়ন কেন্দ্র বা জয়েন্ট ইমপ্লিমেন্টেশান সেন্টার JIC গড়ে তুলবে – তেমনটিই কথা রয়েছে-- যাতে ঐ কেন্দ্র থেকে ইসলামিক স্টেইট-এবং আগে যেটা আল নূসরা নামে পরিচিত ছিলো সেই জাবহাত ফাতাহ আসশাম , এ দু’ই জিহাদী গোষ্ঠীর বিরুদ্ধে বিমান আক্রমন পরিচালনা সংশ্লিষ্ট তথ্যাদির আদান প্রদান করা যেতে পারে, মিলে মিশে এককাট্রা হয়ে। উল্লেখ করা প্রয়োজন যে, উল্লেখিত দু’টি জিহাদী গোষ্ঠী এ অস্ত্রবিরতির এখতিয়ারের মধ্যে নেই।

এরই মাঝে আবার রাশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগীতার বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগীয় কর্মকর্তাদের ভেতরে সন্দেহ-সংশয়ের উদয় ঘটছে বলেও কথাবার্তা শোনা যাচ্ছে।হোয়াইট হাউস মূখপাত্র জশ আর্নেস্ট গতকাল সোমবার জানান- বাশার আল আসাদ সরকারকে দিয়ে সহিংসতা খতমের প্রতিশ্রুতি পূরণ করানো বিষয়ে মস্কোর দায়বদ্ধতা যেন ঢিকঠাক বাস্তবায়িত হয় সেদিক পানেও খেয়াল রাখতে হবে।

XS
SM
MD
LG