অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে কোয়ালিশন বিমান হামলায় ২৩জন নিহত


Vehicles carrying children drive past stacked sandbags in the town of Tabqa, after Syrian Democratic Forces (SDF) captured it from Islamic State militants this week, Syria May 12, 2017.
Vehicles carrying children drive past stacked sandbags in the town of Tabqa, after Syrian Democratic Forces (SDF) captured it from Islamic State militants this week, Syria May 12, 2017.

সিরিয়ায় যুদ্ধের উপর নজর রাখছে সেরকম এক সংস্থা বলেছে সোমবার ভোরে, ইরাকের সঙ্গে সীমান্তের কাছেবিমান আক্রমণে ২৩জন নিহত হয়।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে আল বুকামালে যে বিমান হামলা হয়, তা সম্ভবত চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন। ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেটকে লক্ষ্য করে কোয়ালিশন বোমা বর্ষণ করছে।

কোয়ালিশন, বিমান হামলা সম্পর্কে তাৎক্ষনিক কোন মন্তব্য করেনি। কোয়ালিশন এর আগে বলেছে বিমান অভিযান শুরু হওয়ার পর থেকে, ৩৫০জন বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার ঘটনার জন্য সম্ভবত তাদের বিমান অভিযান দায়ী। মানবাধিকার গ্রুপগুলো অবশ্য বলেছে নিহতদের সংখ্যা আরও বেশি।

XS
SM
MD
LG