অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার আলেপ্পোর আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে প্রচন্ড লড়াই শুরু হয়েছে



সিরিয়ার জন্য নতুন আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমীর সেখানে পৌঁছানোর আগে বানিজ্য শহর আলাপ্পোর সরকার নিয়ন্ত্রিত বিমান বন্দরের কাছে সরকারী সেনা এবং বিদ্রোহীদের মধ্যে প্রচন্ড সংঘোর্ষ শুরু হ’ল। বৃটেন ভিত্তিক সিরিয়ান ওবজাভেটরি ফর হিউম্যান রাইটস এবং সিরিয়ার অন্যান্য বিদ্রোহীদল বলছে, বুধবার আলেপ্পোর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৫ কিলোমিটার দূরে মারাত্মক লড়াই শুরু হয়।

সিরিয়ার রক্তাক্ত পরিস্থিতি বন্ধ করার কূটনৈতিক প্রয়াস ব্যার্থ হবার পরও জাতি সংঘ-আরব লীগের নতুন দূত লাখদার ব্রাহিমীর এই সপ্তাহে সিরিয়া সফরের পরিকল্পনা রয়েছে।

বিমান বন্দরটিতে একটি সামরিক ঘাঁটি রয়েছে। সরকার বাহিনীর সেখান থেকেই বিদ্রোহীদের এলাকাগুলোতে বোমা বর্ষণ করে থাকে। গত কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহীরা সামরিক বিমান ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে যাতে তাদের ওপর বিমান হামলা প্রতিহত করতে পারে।
XS
SM
MD
LG