অ্যাকসেসিবিলিটি লিংক

জর্ডান, সিরিয়া ও ইরাকের সঙ্গে সীমান্তকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করেছে


Rakban border crossing between Syria and Jordan
Rakban border crossing between Syria and Jordan

জর্ডান, সিরিয়া ও ইরাকের সঙ্গে সীমান্তকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করেছে। এর আগে মঙ্গলবার সিরিয়ার সঙ্গে জর্ডানের সীমান্তে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরণে ৬জন সৈনিক নিহত হয়, এবং আহত হয় অন্যান্য ১৪জন।

সামরিক কর্মকর্তারা আরও বলেন জর্ডানে নতুন কোন শরণার্থী শিবির তৈরি করা হবে না বা যেগুলো আছে সেগুলো সম্প্রসারিত করা হবে না।

রুকবান এলাকায় ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে হাজার হাজার মানুষ যারা সিরিয়ার সহিংসতা থেকে পালানোর জন্য জর্ডানে প্রবেশ করতে চাইছে তারা আশ্রয় নিয়েছে।

তাৎক্ষনিক কেউ আক্রমণের দায় স্বীকার করেনি। জর্ডানের সেনা বাহিনী থেকে বলা হয় যে তারা অন্যান্য কয়েকটি মোটরযান যেগুলো ওই ঘটনায় সংশ্লিষ্ট ছিল তা ধ্বংস করে ফেলেছে। বিস্তারিত আর কিছু বলা হয়নি।

জাতিসংঘ ইতোমধ্যে জর্ডানে ৬ লক্ষ ৫০ হাজার শরনার্থীকে নিবন্ধভুক্ত করেছে।

XS
SM
MD
LG