অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া সংকটের মধ্যস্থতায় লাখদার ব্রাহিমি- প্রফেসার জিল্লুর রহমান খানের বিশ্লেষন


১৯ শ’ ৮৯ সালে লেবানন গৃহযুদ্ধের অবসানের লক্ষে আরব লীগের দূত হিসেবে মধ্যস্থতা করেছিলেন আলজিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের দীর্ঘদিনের কূটনীতিক লাখদার ব্রাহিমী । মোটামুটি একই এলাকার অধিবাসি কোফি আনান জাতিসংঘের সাবেক সপ্তম মহাসচীব , সিরিয়া সংকটের অবসান ঘটাতে ব্যর্থ হয়ে দূতিয়ালি ছেড়ে দেওয়ার পর এখন লাখদার ব্রহিমি এ দায়িত্ব হাতে নিলেন । আনান যেসব কারনে ব্যর্থ হয়েছেন , ব্রাহিমী কি সেসব কাটিয়ে একাজে সফল হতে পারবেন ? আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে এ জিজ্ঞাসায় বিশ্লেষন চাইছিলুম ; কৌশলগত দিক দিয়ে মধ্যস্থতাকারি দূত হিসেবে দু’জনের পারদর্শিতার মাপকাঠি মূল্যায়নে কেমন দাঁড়ায় , জানতে চাইছিলুম ? এবং আনানের চেয়ে ব্রাহিমির গ্রহনযোগ্যতা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে কতোখানি ইতিবাচক বলে মনে হচ্ছে – তাও জানাতে বলেছিলুম যুক্তরাষ্ট্রের উইসকানসিন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক – রৌয বুশ প্রফেসার ডক্টর জিল্লুর রহমান খানের কাছে । তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

please wait
Embed

No media source currently available

0:00 0:03:44 0:00
সরাসরি লিংক


please wait

No media source currently available

0:00 0:03:44 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG