সিরিয়ার এক পর্যবেক্ষক গ্রুপ বলেছে যে ইসলামিক স্টেট জিহাদীরা, সিরিয়ার পালমিরা শহর পুনর্দখল করেছে। ওই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বার বার লড়াই হচ্ছে।
ব্রিটিশ ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস এর রামি আব্দেল রাহমান রবিবার বলেছেন “অব্যাহত বিমান অভিযান স্বত্বেও, সিরিয়ান সেনা বাহিনী শহরের দক্ষিণা্ঞ্চল থেকে প্রত্যাহার করার পর, আইএস পালমিরার পুরো এলাকাই পুনর্দখল করে। ”
এর আগে রবিবার অবসারভেটরি এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ৬০বারেরও বেশি রাশিয়ার বিমান হামলার ফলে ইসলামিক স্টেট যোদ্ধারা পুরানো ঔই শহর থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়। কিন্তু তার আগেই চরমপন্থীরা ওই শহরের ভেতর ঢুকে পড়ে।
অবসারভেটরি বলেছে শহরের বাইরে লড়াই অব্যাহত রয়েছে।