অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া শান্তি আলোচনার সূচনা


U.N. mediator for Syria Staffan de Mistura speaks to media after a new round of negotiations on the Syria conflict at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, March 14, 2016.
U.N. mediator for Syria Staffan de Mistura speaks to media after a new round of negotiations on the Syria conflict at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, March 14, 2016.

সিরিয়ায় জাতিসংঘের দূত স্টাফান দ্য মিসটুরা সোমবার জিনিভায় এক নতুন দফার শান্তি আলোচনা শুরু করেন। তিনি সতর্ক করে দেন যে আলোচনার একমাত্র বিকল্প হচ্ছে “যে যুদ্ধ অবস্থা ছিল তার চাইতেও জঘন্য পরিস্থিতিতে ফিরে যাওয়া।”

সিরিযান সরকারের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার আগে দ্য মিসটুরা বলেন এখন সিরিয়ার জনগনেরই সিদ্ধান্ত নিতে হবে তাদের ভবিষ্যত্ সম্পর্কে, এবং জাতিসংঘকে, সিরিয়ানদের সাহায্য করতে হবে।

তিনি বলেন তার পরিকল্পনা হচ্ছে দু পক্ষের সঙ্গে ১০ দিনের মত পরোক্ষ আলোচনা করা এবং কয়েকদিন বিরতির পর এপ্রিল মাসের শুরুতে পরবর্তী দফার আলোচনা শুরু করা। এর পর আরেক দফার আলোচনা শুরু করার কথা। দ্য মিসটুরা বলেন তার বিশ্বাস এই প্রক্রিয়ায় অন্তত শান্তির এক পথচিত্র তৈরি হবে।

XS
SM
MD
LG