অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক বলেছে সিরিয়া শান্তি আলোচনা কূটনৈতিক ভাবে খুবই সফল হয়েছে


Kazakhstan Syria
Kazakhstan Syria

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বুধবার বলেছেন এ সপ্তাহে কাজাখস্তানে সিরিয়া শান্তি আলোচনা কূটনৈতিক ভাবে খুবই সফল হয়েছে।

তুরস্ক, রাশিয়া এবং ইরান, আস্তানায় সিরিয়ার সরকার ও বিদ্রোহী প্রতিনিধিদের সঙ্গে দু দিনের আলোচনায় মধ্যস্থতা করে। তারা এ বিষয়ে একমত হয় যে সিরিয়ায় আংশিক অস্ত্র বিরতি তারা পর্যবেক্ষণ করবে এবং সিরিয়ার সংঘাতের একটা রাজনৈতিক সমাধান অর্জনের প্রচেষ্টা তারা সমর্থন করবে।

ইলদিম বলেন ওই রাজনৈতিক সমাধানে, সব কটি দলের প্রতিনিধিত্ব করে সে রকম সিরিয়ার নতুন সরকার গড়তে হবে।

আস্তানা আলোচনা শেষে এক বিবৃতিতে বলা হয় আগামী মাসে জিনিভায় আবার বৈঠক হবে।

XS
SM
MD
LG