অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয় শরণার্থীদের পুনর্বাসনের দাবী জানিয়েছে দাতা সংগঠনগুলো


ত্রাণ এবং অধিকার নিয়ে কাজ করে এরকম ৩০টি সংগঠনের একটি দল, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধের কারণে যে ১ লক্ষ ৮০ হাজার সিরিয় নাগরিকদেশত্যাগে বাধ্য হয়েছে, তাদের যাতে আশ্রয় দেয়া হয়। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইসলামিক রিলিফ, অক্সফাম এবং সেইভ দ্য চিল্ড্রেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) মঙ্গলবার জেনিভায় একটি আলোচনা সভার আয়োজন করেছে, যেখানে ৩২ লক্ষেরও বেশি সিরিয় শরণার্থীদের কিভাবে পুনর্বাসন করা যেতে পারে তা নিয়ে আলোচনা হবে।

এই বৈঠকের প্রাক্কালে সংগঠনগুলো সোমবার জানিয়েছে, বিভিন্ন রাষ্ট্রকে এই শরণার্থীদের ৫ শতাংশ গ্রহণ করতে হবে। এখন সেই সীমা মাত্র ২ শতাংশ। তাদের দাবী, শুধু শরণার্থীদের সাহায্য করলেই চলবে না, সেইসঙ্গে সিরিয়ার প্রতিবেশী দেশগুলো, যারা এই শরণার্থীদের একটি বড় অংশকে আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে, তাদের দিকেও সহযোগিতার হাত বাড়াতে হবে।

তারা বিশেষভাবে, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে এই পুনর্বাসন প্রকল্পে সম্পৃক্ত হওয়ার জন্যে।

XS
SM
MD
LG