অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংস্থা ও লাঘদার ব্রাহিমির উদ্বেগ


Aid group save the children সিরিয়া সংঘাতের বিরূপ প্রতিক্রিয়া কি হতে পারে দেশটির ছোটো ছোটো বাচ্চাদের ওপর – ত নিয়ে হূঁশিয়ারী ব্যক্ত করছে । বলছে – ওরা হামলার শিকার হয়েছে , হামলার শিকার আত্মীয় পরিজনের মৃত্যুও দেখেছে তারা চোখের সামনে ।
সংস্থার প্রধান বলেছেন – সিরিয়ার ছোটো ছোটো বাচ্চাদের সামনে ত্রাস সঞ্চারী সহিংসতা সংঘটিত হচ্ছে এবং এসবের প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে তাদের বিশেষ পরিচর্যার প্রয়োজন রয়েছে ।
ইতিমধ্যে , সিরিয়ার জন্যে জাতি-আরব লীগের দূত লাঘদার ব্রাহিমী সোমবার পরিস্থিতির করূন একটি চিত্র তুলে ধরেন – বলেন ,সিরিয়ার পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে ক্রমাগতই ।
XS
SM
MD
LG