অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার রাসায়নিক অস্ত্র নির্মুলের প্রক্রিয়া শুরু


সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুদ আন্তর্জাতিক পরিদর্শকেরা ধ্বংস করার কাজ শুরূ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন ।
কর্তৃপক্ষীয় সূত্রে বলা হয়েছে – ঐ নির্মুল প্রক্রিয়ার আজ রবিবার ছিলো প্রথম দিন । ঐসব অস্ত্র উত্পাদিত হতো যেসব কারখানায় , নির্মুল প্রক্রিয়ায় সেসবও শামিল রয়েছে ।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতমাসে বলেন – তিনি এ প্রক্রিয়ার কাজকর্ম মান্য করবেন , বলেন – জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রাসায়নিক অস্ত্র নির্মুল করার জন্যে সিরিয়াকে বলবার বেশ ক’ সপ্তাহ আগেই সিরিয়া রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক ঐকমত্যে সায় দিয়েছিলো ।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র নষ্ট করে – তা একেবারে নির্মুল করবার জন্যে জাতিসংঘ ঐ পরিদর্শকদেরকে নির্দেশ দিয়েছে ।
আগস্ট মাসে দামেস্কের অদূরে এক আক্রমণে ছোটো ছোটো বাচ্চা সহ শত শত অসামরিক লোকজন নিহত হবার পর সিরিয়ার রাসায়নিক অস্ত্র নির্মুল করতে জোর দেওয়া হয় ।
XS
SM
MD
LG