অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় নিস্পত্তি আলোচনার মধ্যে দিয়ে ফয়সলা ছাড়া কোনো গত্যন্তর নেই - জন কেরী


পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন – সিরিয়ায় নিস্পত্তি আলোচনার মধ্যে দিয়ে কোনো ফয়সলায় উপনীত হওয়া খুবই দুরূহ একটা ব্যাপার । কিন্তু তা সত্বেও বিবদমান পক্ষ দু’টিকে আলোচনায় বসানোর চেষ্টা ছাড়া গত্যন্তরও কিছু নেই ।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লরাঁ ফাবিউসের একটি মন্তব্যের ওপর প্রতিক্রিয়া জানাচ্ছিলেন কেরী । সিরিয়া নিয়ে আসছে মাসের নির্ধারিত শান্তি সম্মেলনের সাফল্য বিষয়ে মন্তব্য করেছিলেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী – সম্মেলনের সাফল্য নিয়ে সংশয় ব্যক্ত করেন তিনি ।
কেরী বলেন – আলোচনা তো হতেই পারে – আর তা ছাড়া আড়াই বছরের বেশি কাল স্থায়ি লড়াই থামানোর বিকল্প আর পন্থাই বা আর কি আছে ।
XS
SM
MD
LG