অ্যাকসেসিবিলিটি লিংক

লাঘদার ব্রাহিমী সিরিয়ার শান্তি আলোচনায় তথাকথিত জেনিভা ইশতেহারের দিকেই মনোযোগ নিবদ্ধ রাখছেন ।


জাতিসংঘ দূত লাঘদার ব্রাহিমী আজ মঙ্গলবার সিরিয়ার বিবদমান পক্ষগুলোকে শান্তি আলোচনায় টানার প্রয়াসে তথাকথিত জেনিভা ইশতেহারের দিকেই মনোযোগ নিবদ্ধ রাখার মনস্থ করেছেন ।
জেনিভার দীর্ঘ প্রতিক্ষিত নিস্পত্তি আলোচনার বুনিয়াদই এই ইশতেহার । এতে বেশ অনেক ক’টি প্রস্তাব রয়েছে যার লক্ষই সিরিয়ায় প্রায় তিন বছর যাবত চলতে থাকা সংকটের অবসান,মূখ্যত: দু’ পক্ষের কাছে গ্রহনযোগ্য একটা অন্তবর্তি সরকার কায়েম ।
মি:ব্রাহিমী বলেন – বিভিন্ন প্রস্তাব নিয়ে, উপদান বিষয়ের নিস্পত্তি কিভাবে করা যায় আলোচনা হবে তাই নিয়ে – সরকারে কার কি হিসসা হবে, জটীল সে বিষয়টি নিয়ে নয় ।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরূদ্ধে লড়ছে যারা,সেই বিদ্রোহিরা বলছে,জোরের সঙ্গেই,প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতা ছাড়তে হবে অতি অবশ্যই।আর ওদিকে সিরিয়া সরকারের তরফ থেকে বলা হচ্ছে মি:আসাদের কি ভুমিকা হবে না হবে,সম্মেলনের আলোচ্য বিষয় সেটা নয়।
XS
SM
MD
LG