হোয়াইট হাউসের পদস্থ এক কর্তাব্যক্তি বলেছেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার ওপরের আকাশে সন্ধানী বিমান উড়ানের নির্দেশে অনুমতি দিয়েছেন।ঐ কর্মকর্তা সোমবার দিবাশেষে জানান-সামরিক তত্পরতার কোনো অনুমোদন মি:ওবামা দেননি-তবে,ঐ যে ইসলামিক স্টেইটের লড়াকুরা সিরিয়ার পূর্বাংশে ও দক্ষিনাঞ্চলে এবং ইরাকের পূর্বাংশে বিশাল সব ভূখন্ড কব্জা করেছে সইে তাদের প্রতিহত করতে যুক্তরাষ্ট্র বিকল্প সামরিক পন্থাদির প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমান বহর ইরাকে বিমান হামলা চালাচ্ছে- জঙ্গিদের কব্জা থেকে, ইরাকের বহুলোকের কাছে বিদ্যুত পৌঁছিয়ে দেবার জন্যে অতীব গুরুত্বপুর্ণ মৌসুলের যে বাঁধ সেটিসহ অন্যান্য ভূখন্ড পুনরুদ্ধারের লক্ষে।
পেন্টাগন কর্মকর্তারা ,সীমান্তের দু’পাশেই ইসলামিক স্টেইট গোষ্ঠীর পশ্চাদ্ধাবন করা দরকার বলে অভিমত ব্যক্ত করেছেন।
সিরিয়ার গৃহযুদ্ধ চলছে বিধায় এহেন অভিযান জটীল বিষয়। হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন- যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মদত দিচ্ছে বলে মনে হতে পারে প্রেসিডেন্ট ওবামা কোনোক্রমইে তা চান না । বাশার আল আসাদ তিন বছরের বেশিকাল ধরে দেশকে তাঁর সংঘাতে সংঘাতে নাস্তানাবুত করছে বলে সন্ত্রাসীদেরকে দোষারোপ করেন।
হোয়াইট হাউসের মূখপাত্র জশ আর্নস্টে সোমবারদিন এ পরিস্থিতিকে নানান দিকের চাপে পিস্ট বলে অভিহিত করেন।