অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় শান্তি আলোচনা শুরু হবে


Residents talk to reporters in the besieged town of Madaya, northwest of Damascus, Syria on Jan. 11, 2016.
Residents talk to reporters in the besieged town of Madaya, northwest of Damascus, Syria on Jan. 11, 2016.

সিরিযায় জাতিসংঘের বিশেষ দূত বলেছেন তিনি শুক্রবার সিরিয়ান সরকার ও বিরোধী সদস্যদের মধ্যে শান্তি আলোচনা শুরু করতে পারবেন বলে আশা করছেন।

স্টাফান দ্য মিসটুরা আজ সোমবার বলেছেন তিনি আগামীকাল নিমন্ত্রন পত্র পাঠাচ্ছেন।

জাতিসংঘ চেয়েছিলো সিরিয়ান সরকার ও বিরোধী সদস্যদের জিনিভায় আলোচনার জন্য একসঙ্গে করতে এবং সোমবার থেকে আলোচনা শুরু করতে। কিন্তু কাকে নিমন্ত্রন করা হবে তা নিয়ে মতবিরোধের কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লাওস সফরের সময় বলেন প্রথম দিনেই আলোচনা ভেঙ্গে যাওয়ার চাইতে, কয়েকটা দিন অপেক্ষা করে এবং ভাল ভাবে প্রক্রিয়া শুরু করাটা ভাল।

XS
SM
MD
LG