অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অনুষ্ঠিত হলো সংসদীয় নির্বাচন  


রবিবার অর্থনৈতিক দৈন্য ও করোনা সঙ্কটের মাঝেই অনুষ্ঠিত হলো সংসদীয় নির্বাচন I ভোটাররা দেশের লেজিসলেটিভ কাউন্সিলের ২৫০টি আসন পূর্ণ করতে ভোটে অংশ নেন I ২০১১ সালের গৃহযুদ্ধের পর, এটা ছিল তৃতীয় নির্বাচন, তবে আগেকার দুটি নির্বাচন করোনা সঙ্কটের কারণে বাতিল করা হয়েছিল I রবিবার কঠোর নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্ব পালন করে জনগণ ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেন I

৭০০০ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয় I তবে বাসার আল আসাদের বিরোধিতাকারীরা এই নির্বাচনকে একটা ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেছেন,যখন সিরিয়ার গৃহযুদ্ধে লক্ষ লক্ষ লোক গৃহযুদ্ধে প্রাণ হায়িয়েছেন এবং লক্ষ লক্ষ নিরীহ জনগণ পার্শবর্তী দেশে প্রাণভয়ে আশ্রয় নিয়েছেন I এই প্রহসনের জন্য তারা প্রেসিডেন্ট আসাদকে দায়ী করেন I

XS
SM
MD
LG