অ্যাকসেসিবিলিটি লিংক

৪৮ ঘন্টার মধ্যে মানবিজ শহর ত্যাগ করতে আই এস কে সিরিয়ো যোদ্ধারা সময় বেঁধে দিয়েছে


সিরিয়ায় আজ যুক্তরাষ্ট্র সমর্থিত যোদ্ধারা কথিত ইসলামিক স্টেটের জিহাদিদের মানবিজ শহরে তাদের শক্ত ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে। সিরীয় বাহিনী গত মাসেই শহরটি ঘিরে ফেলে এবং এখন চারিদিক থেকে শহরের দিকে এগিয়ে আসছে।

মানবিজ সামরিক পরিষদের একটি বিবৃতি অনুযায়ী আই এস যোদ্ধাদের , কোন রকম বাধা না দিয়ে হাল্কা অস্ত্র নিয়ে শহরটি ছেড়ে যেতে দেওয়া হবে।

সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ ‘এর অন্তর্ভুক্ত এই মানবিজ সামরিক পরিষদ বলছে আই এস এর অবরুদ্ধ সদস্যদের জন্য এটি হচ্ছে ঐ শহর ছেড়ে যাওয়ার শেষ সুযোগ।

এসডিএফ , যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের সঙ্গে উত্তর সিরিয়ায় লড়াই করছে। এ দিকে জোট বাহিনীর বিমান আক্রমণে অনেক অসামরিক লোকের প্রাণহানিতে বহু লোকের মৃত্যুর কারণে উত্তেজনা দেখা দিয়েছে। সিরিয়ান অবজারেভটারি অফফর হিউমান রাইটস জানাচ্ছে আজ মানবির কাছে , বিমান আক্রমণে শিশু সহ ৫৬ জন অসামরিক লোক প্রাণ হারিয়েছে।

XS
SM
MD
LG