অ্যাকসেসিবিলিটি লিংক

প্রফেসার জিল্লুর রহমান খানের সাক্ষাত্কার - সিরিয়া পরিস্থিতি নিয়ে ।


প্রফেসার জিল্লুর রহমান খানের সাক্ষাত্কার - সিরিয়া পরিস্থিতি নিয়ে ।
প্রফেসার জিল্লুর রহমান খানের সাক্ষাত্কার - সিরিয়া পরিস্থিতি নিয়ে ।

সিরিয়ায় , দামেস্কের অদূরে এবং লেবানন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পাহাড়ি শহর Zabadani-তে বাশার আসাদ অনুগত সরকারী বাহিনী এবং বিরোধি পক্ষিয় মতাদর্শী সংগ্রামীদের মধ্যে অস্ত্র বিরতির রফার কথা শোনা যায় – যদিও বাশার আসাদ সরকারের পক্ষ থেকে এ খবরের যাথার্থ নিশ্চিত করা হয়নি । এই খবর এবং সার্বিকভাবে সিরিয়া পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী – য়ুনিভার্সিটি অফ উইসকানসিনের অবসর প্রাপ্ত অধ্যাপক – Rose Bush Professor –Emeritus Dr. Zillur Rahman Khan-এর সঙ্গে । ডক্টর জিল্লুর রহমান খান বলেন – সিরিয়া , দেখেশুনেমনে হয় গৃহযুদ্ধ পরিস্থিতি পানে এগুচ্ছে – শান্তপূর্ন কোনো সমাধান পানে নয় । য়ুনিভার্সিটি অফ উইসকানসিনের অবসর প্রাপ্ত অধ্যাপক – Rose Bush Professor –Emeritus Dr. Zillur Rahman Khan-এর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG