অ্যাকসেসিবিলিটি লিংক

স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান


টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান স্কটল্যান্ডের একজন ব্যাটসম্যানকে আউট করার পর খেলোয়াড়রা আনন্দ করছেন। অক্টোবর ২৫, ২০২১।
টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান স্কটল্যান্ডের একজন ব্যাটসম্যানকে আউট করার পর খেলোয়াড়রা আনন্দ করছেন। অক্টোবর ২৫, ২০২১।

টি ২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান বিশাল জয় পেয়েছে।

আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমান এবং লেগ স্পিনার রশিদ খান ৬০ রানে স্কটল্যান্ডকে আউট করে দেয়। ফলে টি ২০ বিশ্বকাপে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ১৩০ রানের বিশাল জয় পায়।

মুজিব এক ওভারে তিনটি সহ মোট ৫টি উইকেট নেন ২০ রান দিয়ে এবং রশিদ ৯ রানে ৪টি উইকেট নিলে ১০.২ ওভারেই স্কটল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। আর এর মধ্য দিয়েই আফগানিস্তান টি২০ তে তাদের সবচেয়ে বড় জয়টি তুলে নেয়।

এর আগে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং দলটি ৫ উইকেট হারিয়ে মোট ১৯০ রান সংগ্রহ করে।

আফগানিস্তানের টপ-অর্ডারের সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। এর মধ্যে নজিবুল্লাহ সবচেয়ে বেশি রান সংগ্রহ করেন। তিনি ৩৪ বলে ৫৯ রান করেন।

( এপি )

XS
SM
MD
LG