অ্যাকসেসিবিলিটি লিংক

রবীন্দ্রনাথকে আজকের তরুণদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমাদের- স্বপ্নীল সজীব


shopnil
shopnil
please wait

No media source currently available

0:00 0:08:18 0:00

যে কবি সেই ১৯৪১ সালে নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাঁর বিপুল সৃষ্টিসম্ভার কিন্তু আমাদের আরো বেশি করে ঘিরে ফেলেছে। বাঙালী ক্রমশঃ রবীন্দ্রনাথকে আরো বেশি করে আবিষ্কার করতে চাইছে। তাঁর গড়ে যাওয়া আধুনিক ভাষা, সুর, বাণী, কথা সাহিত্য সবকিছুই আমাদের প্রতিদিনের অবলম্বন হয়ে উঠছে। তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক স্বপ্নীল সজীব বললেন, ‘রবীন্দ্রনাথকে আজকের তরুণদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমাদের’। অগ্রজরা যতটুকু করে গেছেন, সেই জায়গা থেকে আরো এগিয়ে নিতে হবে রবীন্দ্রনাথকে, তাঁর সৃষ্টিকে। সময়োপযোগী করে পরিবেশন করতে হবে বিশ্বকবির সমস্ত কাজকে। এখনও রবীন্দ্রনাথের গান শুনলে মনে হয়, এতো আমাদের প্রত্যেকের মনের কথাটিই বলছে। আর সেটাই তাঁর গানের শক্তি। স্বপ্নীল খালি গলায় কবির একটি গান গাইলেন সাক্ষাৎকারের শেষ ভাগে।

তার সাথে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।

please wait

No media source currently available

0:00 0:08:18 0:00


XS
SM
MD
LG