অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানে হাজার হাজার উদ্ধারকর্মী ব্যাপক ধংসস্তুপের মধ্যে, ভূমিকম্পে যারা প্রাণে বেচেছেন তাদের উদ্ধার করতে চেষ্টা করছেন


In the early morning, emergency rescuers continue to search for the missing in a collapsed building from an earthquake in Tainan, Taiwan, Feb. 7, 2016.
In the early morning, emergency rescuers continue to search for the missing in a collapsed building from an earthquake in Tainan, Taiwan, Feb. 7, 2016.

রবিবার তাইওয়ানে হাজার হাজার উদ্ধারকর্মী ব্যাপক ধংসস্তুপের মধ্যে, ভূমিকম্পে যারা প্রাণে বেচেছেন তাদের উদ্ধার করতে চেষ্টা করেন। শক্তিশালী এক ভূমিকম্প ওই দ্বীপের দক্ষিণপশ্চিমাঞ্চলে তাইনান শহর বিদ্ধস্ত করে।

শনিবার সূর্যদয়ের আগে ৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ২৪জন প্রাণ হারায়। আহত হয় ৫০০র বেশি মানুষ। তাইনান শহরের বাসিন্দার সংখ্যা প্রায় ২০ লক্ষ। ১৭ তলার এক অ্যাপার্টমেন্ট ভবন ভুমিকম্পে ধুলিসাৎ হয়। ওই ভবনেই অধিকাংশ মানুষ ভূমিকম্পের শিকার হয়। কর্মকর্তারা বলেন তারা তদন্ত করে দেখবেন যে ওই ভবন নির্মানের সময় কোন নিয়মাবলী লঙ্ঘন করা হয়েছে কিনা।

আরও দুটি ভবন আংশিক ভববে ধ্বংস হয়।

ভূমিকম্প যখন আঘাত হানে, অন্তত ২৫০ জন তাদের অ্যাপার্টমেন্টের ভেতরে ছিলেন বলে মনে করা হয়।

XS
SM
MD
LG