অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে পুলিশ চৌকিতে তালিবানের হামলা


আফগানিস্তানের দক্ষিনাঞ্চলের কর্তপক্ষ বলছে যে বিভিন্ন নিরাপত্তা চৌকিতে রাতভর আক্রমণ চালিয়ে বিদ্রোহীরা অন্তত ১৭জন পুলিশকে হত্যা করেছে।

গোলযোগপুর্ণ হেলমান্দ প্রদেশের মুসা ক্বালা জেলায় এই আচমকা আক্রমণের ঘটনাটি ঘটলো।

একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মাদ ইসমাইল হোতাক সংবাদদাতাদের বলেন যে আজ বেশ কয়েক ঘন্টা ধরেই এই সংঘর্ষ চলে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যে তালিবানদের মধ্যেও অন্তত ১০ জন নিহত হয়েছে এবং তারা বেশ কয়েকজন পুলিশকে ধরে নিয়ে গেছে।

এই সব আক্রমণের জন্যে তালিবানের এক মুখপাত্র দায় স্বীকার করে বলেছেন যে তাদের যোদ্ধারা একজন কমান্ডার সহ ২৫ জন সৈন্য এবং পুলিশকে হত্যা করেছে।

গত বছর সেখান থেকে অধিকাংশ বিদেশি সৈন্য চলে যাবার পর তালিবান আফগান বাহিনীর বিরুদ্ধে আক্রমণ জোরদার করে তুলেছে । তাদের লক্ষ্য হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার উৎখাত করে ইসলামি সরকার প্রতিষ্ঠা করা।

XS
SM
MD
LG