অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের জাতিসংঘ কম্পাউন্ডে তালিবানের হামলা


হেরাত প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধরত আফগান নিরাপত্তা ও মিলিশিয়া বাহিনী
৩০শে জুলাই, ২০২১ -এএফপি
হেরাত প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধরত আফগান নিরাপত্তা ও মিলিশিয়া বাহিনী ৩০শে জুলাই, ২০২১ -এএফপি

শুক্রবার ,আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের একটি চত্ত্বরে রকেটচালিত গ্রেনেড ও বন্দুকের গুলিতে একজন আফগান নিরাপত্তা গার্ড নিহত ও অন্যান্য কয়েকজন কর্মকর্তা আহত হনI জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়,সরকার বিরোধী হামলাকারীরা যে ভবনটির সম্মুখভাগ লক্ষ্য করে যে হামলাটি চালায়, তাতে জাতিসংঘ ভবনটিকে পরিষ্কারভাবে চিহ্নিত ছিলI

আফগানিস্তানে UN ASSISTANCE MISSION 'র প্রধান, ডেবরা লিয়োন্স, এসব হামলাকে শোচনীয় বলে উল্লেখ করেনI তিনি বলেন "যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার-পরিজনদের কাছে আমাদের সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত রোগমুক্তি কামনা করছি"I

জাতিসংঘের বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয় যে, তাদের কর্মচারী ও স্থাপনার বিরুদ্ধে এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং যা যুদ্ধাপরাধের শামিলI তবে তালিবানরা এক বিবৃতিতে জানায়, হেরাতে জাতিসংঘ মিশনের কম্পাউন্ড কোনো ঝুঁকির মুখে নেইI

তালিবানদের মুখপাত্র, জাবিউল্লাহ মুজাহিদ বলেন, অফিসটির কাছে লড়াই চলাকালে দুটি পক্ষের গোলাগুলিতে গার্ডরা আঘাত পেয়ে থাকতে পারেন, তবে এখন মুজাহিদিনরা আসার পর, ভবনটি মুক্ত
হয়েছেI

XS
SM
MD
LG