অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানরা কান্দাহারে সমন্বিত হামলা চালিয়েছে


আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ।

তালিবান বিদ্রোহীরা আফগানিস্তানের দক্ষিনাঞ্চলের শহর কান্দাহারের বিভিন্ন স্থানে আক্রমণ চালাচ্ছে এবং সেখানে অন্তত ১১ জন আহত হয়েছে।

প্রাদেশিক মুখপাত্র জালমে আইয়ুবি গভর্নরের ভবন থেকে টেলিফোনে জানিয়েছেন যে গভর্ণনের ভবনের প্রাঙ্গনে চালানো হয়েছে। শহরের অন্যান্য অঞ্চল থেকে ও বন্দুকের গুলির এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শনিবার দুপুর থেকে এই সহিংসতা শুরু হয় এবং জঙ্গিরা ছোট ছোট আগ্নেয়াস্ত্র এবং রকেট পরিচালিত গ্রেনেড ব্যবহার করছে।

তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। এর ঠিক এক সপ্তা আগেই তালিবান তাদের বসন্তকালীন আক্রমণের সূচনা ঘোষণা করে

কান্দাহার শহরে এই আক্রমণের ঠিক একদিন আগে তালিবান একটি বিবৃতিতে জানায় যে পাকিস্তানে ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের বাহিনী যে হত্যা করেছে তাাতে এই বিদ্রোহে মনোবল আরও বাড়িয়ে তুলবে।

কান্দাহারই হচ্ছে তালিবানদের জন্মস্থান।

XS
SM
MD
LG