অ্যাকসেসিবিলিটি লিংক

১৭ জন আফগান অসামরিক লোকের শিরশ্ছেদ করলো তালিবান


দক্ষিণ আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন যে তালিবান বিদ্রোহীরা দু জন নারীসহ ১৭ জন আফগান অসামরিক লোকের শিরশ্ছেদ করেছে।

অভ্যন্তরীণ মন্ত্রক বলছে যে রোববার রাতে হেলমান্দ প্রদেশের কা্জাকি জেলায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
এই হত্যা সম্পর্কে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছিল। কোন কোন আফগান কর্মকর্তা বলেন যে তালিবানরা এই দলকে আক্রমণ করে কারণ তারা সঙ্গীত ও নৃত্য পছন্দ করে না। তবে হেলমান্দের গভর্ণর বলছেন যে দু জন তালিবান কমান্ডারের মধ্যে দীর্ঘ দিনের বৈরীতা সহিংস আকার ধারণ করলে এই হত্যাকান্ডটি ঘটে। তবে নিকটবর্তী মুসা ক্বাদা জেলার গভর্ণর বলছেন যে এই সব অসামরিক লোকদের সঙ্গে সরকারের যোগসাজস ছিল বলেই বিদ্রোহীরা তাদের হত্যা করেছে। তবে কর্তৃপক্ষ বলছে যে কোন খবরেরই সত্যাসত্য যাচাই করা মুস্কিল কারণ ঐ অঞ্চলটি সরকার নিয়ন্ত্রিত নয়। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এই হতাকান্ডকে অমার্জনীয় অপরাধ বলে অভিহিত করেছেন। একজন আফগান সেনা কমান্ডার বলছেন এই সব ঘটনা তাদের তৎপরতায় কোন প্রভাব ফেলবে না। তাদের কোম্পানী কাজ করে যাচ্ছে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ভাবে লড়ছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তারা তাদের সহযোগি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সঙ্গে একত্রে এই লড়াই চালিয়ে যাবেন।

এ দিকে আফগানিস্তানের পুবাঞ্চলে নেটো বলছে যে একজন আফগা্ন সৈন্য জোট বাহিনীর দু জন সদস্যকে গুলি করে হত্যা করে। নেটো বলছে যে তাদের সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে ঐ সৈন্যটিকে হত্যা করে।
XS
SM
MD
LG