অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও তাদের সামরিক মিত্রদের পহেলা মে'র মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে হবে 


তালিবানদের দাবি যে, এক বছর আগে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও তাদের সামরিক মিত্রদের পহেলা মে'র মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে হবেI তারা জানান, সময়সীমা পরিবর্তনের প্রয়াস হবে চুক্তিটির ব্যর্থতার সামিলI

চুক্তিটি স্বাক্ষরের প্রথম বার্ষিকীতে সাংবাদিকদের কাছে বিবৃতিতে তারা দাবি করেন, যে, যুদ্ধ অবসানের লক্ষ্যে, তারা, তাদের প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছেনI বিবৃতিতে ওয়াশিংটনের প্রতি, এই ঐতিহাসিক চুক্তিতে বর্ণিত তাদের অংশটি পালন করার জন্য আবেদন জানানো হয়I

বাইডেন প্রশাসন শান্তি চুক্তিটি পর্যালোচনা করে দেখছেI মাঠ পর্যায়ে সামরিক কর্মকর্তাদের মূল্যায়নের ভিত্তিতে বাইডেন প্রশাসন, বাদ-বাকি ২৫০০ সেনা, পহেলা মে তারিখের মধ্যে প্রত্যাহার করবে কিনা, সেই সিদ্ধান্ত নেবেI

XS
SM
MD
LG