অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান বহু লোককে অপহরণ করে নিয়ে গেছে


আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন যে তালিবান বিদ্রোহীরা পাকিস্তানের সীমান্তবর্তী পুর্বাঞ্চলীয় পাক্তিয়া প্রদেশের সৈয়দ কারাম জেলায় প্রায় ৩০টি গাড়ি থামিয়ে অনেক যাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে ।

প্রাদেশিক কর্তৃপক্ষ এবং স্থানীয় বাশিন্দারা বলছেন যে যে শত শত তালিবান কয়েক ঘন্টা ধরে গাড়িগুলো তল্লাশি করে এবং তারপর যাত্রীদের নিয়ে অজানা গন্তব্যের দিকে রওয়ানা দেয়।

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলছেন যে , ঐ ৩০ জন অপহৃত লোকজনের মধ্যে আটজন গুরুত্বপূর্ণ আফগান কর্মকর্তা ও রয়েছেন। তবে অপহৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে , আফগান কর্মকর্তাদের এ রকম দাবি তিনি নাকচ করে দেন।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ঐ অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেছে।

XS
SM
MD
LG