অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান বিরোধী বাহিনী এখনও আশাবাদী


তালিবান অভ্যুথানের বিরোধিতাকারী বাহিনীর সদস্যরা অভিযান শেষে পাঞ্জশির প্রদেশের অনাবা শহরের দারবন্দ পার্বত্য এলাকায় বিশ্রাম নিচ্ছেন, ফাইল ছবি, ১লা সেপ্টেম্বর, ২০২১/এএফপি
তালিবান অভ্যুথানের বিরোধিতাকারী বাহিনীর সদস্যরা অভিযান শেষে পাঞ্জশির প্রদেশের অনাবা শহরের দারবন্দ পার্বত্য এলাকায় বিশ্রাম নিচ্ছেন, ফাইল ছবি, ১লা সেপ্টেম্বর, ২০২১/এএফপি


তালিবান বিরোধী সর্বশেষ ঘাঁটি তালিবানের নিয়ন্ত্রণে, তালিবান কর্মকর্তাদের এমন দাবির পরেও,তালিবান বিরোধী আফগান বাহিনী দাবি করেছে যে, সেখানকার লড়াই এখনো শেষ হয়নি। ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে আফগান ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট বা NRF 'র বিদেশ বিভাগীয় প্রধান স্বীকার করেছেন যে, পরিস্থিতি সম্পর্কে আমরা যতটা আশাবাদী ছিলাম, ততটা না হলেও, তালিবানের পাঞ্জশির অভিযানের পর, আমরা এখনো আশাবাদীI

NRF 'র মুখপাত্র আলী নাজারি বলেন, “তাদের সেখানে প্রবেশ করার অর্থ আমাদের হেরে যাওয়া নয়”।শুক্রবার হেরিটেজ ফাউন্ডেশনে সংক্ষিপ্ত বক্তব্যে নাজারি বলেন, “এটা ছিল আমাদের কৌশলগত পিছু হটা”।তিনি দাবি করেন যে, পাঞ্জশির প্রদেশের ৬০ থেকে ৬৫ ভাগ এখনো NRF 'র দখলেI নাজারি বলেন “আমাদের যোদ্ধা ও আমাদের পরিবার-পরিজন উপত্যকায় আশ্রয় নিয়েছেন । এখনো হাজার হাজার যোদ্ধা পাঞ্জশিরের অভ্যন্তরে ও পার্শবর্তী এলাকাগুলিতে ছড়িয়ে রয়েছে , তালিবানকে প্রতিহত করতে এবং আফগানিস্তানকে মুক্ত করতে তাদের মনোবল দৃঢ় রয়েছে”।

এ সপ্তাহের শুরুতে তালিবান দাবি করে যে পাঞ্জশির উপত্যকা তাদের নিয়ন্ত্রণে এবং আফগানিস্তানের লড়াইয়ের অবসান হয়েছে, NRF 'র দাবির সঙ্গে তার অসঙ্গতি পাওয়া যায়I

তবে পাঞ্জশির থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে সব পরিবার, তাদের কাছ থেকে পাওয়া খবরে জানা যায় যে লড়াই বন্ধ হয়েছে এবং অনেকেই স্থানীয় মাধ্যমকে জানান যে তালিবান সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছেI NRF কে নেতৃত্ব দিচ্ছেন, উত্তরাঞ্চলীয় জোটের প্রাক্তন নেতা, আহমেদ শাহ মাসুদের পুত্র, আহমেদ মাসুদI ১৯৯০ সালে তালিবানের শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সাফল্যে আহমেদ শাহ মাসুদ 'লায়ন অব পাঞ্জশির' বা পাঞ্জশিরের সিংহ বলে পরিচিতি লাভ করেন

XS
SM
MD
LG