অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলের কাছে নেটোর গাড়িতে আত্মঘাতী বোমাবাজের আক্রমণ


আফগানিস্তানে নেটোর নের্তৃত্বাধীন সামরিক জোট বলছে , একজন আত্মঘাতী বোমাবাজ আজ কাবুলের উত্তরে তাদের গাড়িতে আঘাত হানে তবে লোকজনের কোন ক্ষয় ক্ষতি হয়নি।

এই আক্রমণের ঘটনটি ঘটে বাগরাম জেলায় যেখানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সব চেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে । এলাকাটি আফগান রাজধানী থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত।

কাবুলে প্রকাশিত নেটোর নের্তৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয় যে জোটের একটি গাড়িতে ঘরে তৈরি একটি বোমা আঘাত হানে । তালিবানের সুত্রে এবং সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হলেও , জোটের কোন লোক আহত হয়নি।

এর আগে তালিবানের একজন মুখপাত্র , জাবিউল্লাহ মুজাহিদ তাদের কথায় দখলদারদের বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। তালিবান যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীকে , তাদের কথায় দখলদার বাহিনী বলে থাকে।

মুখপাত্রটি দাবি করে যে ঐ আক্রমণে অনেকেই হতাহত হয়েছে এবং গাড়ির ক্ষয় ক্ষতি হয়েছে। তবে তালিবান এ ধরণের হাশরার বিস্তারিত বিবরণ অতিরঞ্জিত ভাবে প্রকাশ করে।

XS
SM
MD
LG