অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: ৩৮ তম পর্ব


আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি , আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:

শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।

আনিস : হয়ত মনে আছে তোমার গত সপ্তায় আমরা adjective এর Superlative Form তৈরির কিছু নিয়ম নিয়ে কথা বলেছিলাম

শতরূপা : ......... এবং কথা বলেছিলেন adjective এর order নিয়েও । মানে ঠিক কোন ক্রমানুযায়ী একটি বাক্যে বা phrase এ adjective এর সাজানো যায় সে নিয়েও ।

আনিস : তা হলে ঐ পুরোনো পড়াটা একটু অনুশীলন করা যাক। আমি প্রথমেই একটি adjective বলবো, তুমি সেটার Superlative Form তৈরি করবে এবং সেটা দিয়ে একটা বাক্য তৈরি করবে। প্রথম adjective , Easy

শতরূপা: Easiest : That was the easiest formula for doing Maths.

আনিস: Dominant

শতরূপা : Most Dominant .He is the most dominant person in the office.

আনিস : পরের শব্দটি fine

শতরূপা : finest. This is the finest cloth that I have seen .

আনিস : Patient

শতরূপা : Most Patient . She is the most patient person in the family.

আনিস : Persuasive

শতরূপা : Most Persuasive . I do not like people who are most persuasive.

আনিস :Hot

শতরূপা : Usually July is the hottest month , here in the USA.

আনিস : বাঃ শতরূপা তোমার সব কটি বাক্যই খুব উপযুক্ত হয়েছে। এবার আমরা একটু নজর দেবো Adjective এর ক্রম বা order বিষয়ে। মনে আছে কি তোমার Adjective এর order সম্পর্কে আমরা গত অনুষ্ঠানে কি বলেছিলাম ?

শতরূপা : হ্যাঁ আপনি বলেছিলেন Adjective এর মধ্যে প্রথমেই আসবে Quality বা গুণ , তার পর Condition বা অবস্থা , এর পর Size, Age, Shape, Color , Origin , Material এবং Type .

আনিস : একদম ঠিক বলেছো শতরূপা । একটা উদাহরণ দাওতো

শতরূপা : যেমন আমরা গত সপ্তায় বলেছিলাম, শুদ্ধ বাক্য হবে : A beautiful old house ; An old beautiful house নয়।

আনিস : ঠিক বলেছো আজও আমরা এ রকম কয়েকটি Adjective তুলে ধরবো । তুমি নির্দিষ্ট বস্তুকে describe করতে এই সব Adjective কে সেই order অনুযায়ী ব্যবহার করো।

শতরূপা : ঠিক আছে ।

আনিস : Red , shiny new এই Adjective গুলোকে order অনুযায়ী ব্যবহার করো।

শতরূপা : A Shiny new red bicycle.

আনিস : পরের Adjective গুচ্ছ: silk, long , black

শতরূপা : A long black silk skirt.

আনিস : বাঃ চমৎকার বলেছো। এবারের শব্দগুলো হচ্ছে silver, beautiful, Mexican

শতরূপা: Beautiful Mexican silver ear rings.

আনিস : এই বাক্যটিও সুন্দর হয়েছে। এবারের Adjective গুলো হচ্ছে Birthday , rich, three layer

শতরূপা : এ্টা মনে হচ্ছে কেক ‘এর বিবরণ

আনিস : ঠিক ধরেছো শতরূপা , এবার বলতো বাক্যটা

শতরুপা : A rich three layer birthday cake .

আনিস : পরের শব্দগুলো হচ্ছে heavy, antique, round

শতরূপা : This is a heavy round antique mirror

আনিস : একদম যুৎসই বাক্য বলেছো শতরূপা । Adjective বিষয়ে আমরা গত কয়েক দিন ধরে বেশ অনকেগুলো বিষয়ে শিখলাম ।

শতরূপা : হ্যাঁ যেমন আমরা শিখলাম একটি Nounকে describe করার নানান রকম নিয়ম । সেই Noun ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে।

আনিস : আমরা বিপরীত ধর্মী । Adjective এর ব্যবহার ও শিখেছি।

শতরূপা : হ্যাঁ। যেমন rich-poor, good –bad, tall-short, interesting –boring .

আনিস : আমরা আরও লক্ষ্য করেছি যে অনেকগুলো Adjective তৈরি করা যায় Noun এর সঙ্গে suffix , … ful যোগ করে । মনে আছে শতরূপা, উদাহরণগুলো

শতরূপা : হ্যাঁ যেমন Care-Careful, Cheer-Cheerful; Harm –Harmful; Skill-Skillful, Tact-Tactful

আনিস : একদম ঠিক বলেছো। আমরা আরও মনে করিয়ে দিয়েছিলাম যে এ ক্ষেত্রে ful বানান সম্পর্কে আমাদের careful ও হতে হবে। মানে ful বানান করতে হবে full নয় , ful এবং এই ful যুক্ত adjective হবে , সম্পুর্ণ একটি বাক্য। আচ্ছা এই যে সব Adjective তুমি তৈরি করলে এর বিপরীত Adjective কি হবে ?

শতরূপা : যেমন , Careful-Careless, Harmful-Harmless, Tactful-Tactless এ রকম শব্দ।

আনিস : খুব ভালো বলেছো। এবার তা হলে ওঠার পালা।

শতরূপা : তবে তার আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com

আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে

শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া

আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:03:48 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG