অ্যাকসেসিবিলিটি লিংক

টাটা মোটর্স-এর জন্য সিঙ্গুরে অধিগৃহীত জমি ফেরত দেয়া নিয়ে রহস্যজনক ব্যাপর ঘটছে


India’s Tata Motors National Sales head, Ashesh Dhar poses with the new Tata Vista VX Tech, front, and Nano Twist during their launch in Hyderabad, India, Jan. 21, 2014.
India’s Tata Motors National Sales head, Ashesh Dhar poses with the new Tata Vista VX Tech, front, and Nano Twist during their launch in Hyderabad, India, Jan. 21, 2014.

সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে দিয়েছে, ২০০৬ সালে টাটা মোটর্স-এর গাড়ি কারখানার জন্য সিঙ্গুরে অধিগৃহীত জমি ফেরত দিয়ে দিতে হবে চাষীদের। ফেরত দেওয়ার সরকারি প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু এক দশক আগে যত কৃষক জমি ফেরতের দাবি করেছিলেন ফের কৃষিকর্মেই ফেরবার কথা ভেবে, এঁদের অনেকেই এখন মত বদলেছেন। কেউ কেউ বলছেন, ওখানে কারখানা হলেও তো বাড়ির যুবকেরা কাজ পেতে পারে। হোক না কারখানা। কোনও কোনও মন্ত্রিও বলছেন, জমির মালিকেরা যা চাইবেন, তেমনই করবে রাজ্য। তবে ৯৯৭ একর জমির সব কৃষক যে এক রকম চাইবেন, তেমন সম্ভাবনা কম। আগামী ১৫ সেপ্টেম্বর সিঙ্গুরে এক বিজয় সমাবেশে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের অনুমান, ওখানেই হয়তো ভবিষ্যত পরিকল্পনার কথা খুলে বলতে পারেন তিনি। এ ছাড়া, সিঙ্গুর নিয়ে টাটা মোটর্স-এর আরেকটি মামলা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায়। তাই সে সম্পর্কেও একটা আশঙ্কার চোরাস্রোত বইছে বিভিন্ন মহলে।

XS
SM
MD
LG